প্রকাশিত: Wed, Dec 27, 2023 10:06 PM
আপডেট: Sun, Jan 25, 2026 10:10 PM

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ

[১] মনোনয়নের দিনই নৌকার বিজয় নিশ্চিত হয়েছে: আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল

মুরাদ হাসান: [২] প্রচার প্রচারণায় মুখরিত দেশের অলিগলি-রাজপথ। শহর-বন্দর-গ্রামে নির্বাচনের উত্তাপ। ভোট চাইতে গিয়ে প্রার্থীরা বিভিন্ন আশ^াস দিচ্ছেন ভোটারদের। পাশাপাশি থেমে নেই প্রার্থী ও সমর্থকদের বেফাঁস কথাবার্তাও। 

[৩] গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা জানান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু বলেছেন, গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ যেদিন মনোনয়ন পেয়েছেন সেদিনই নৌকা জয়লাভ হয়েছে। শুধু আনুষ্ঠানিকতা বাকী ৭ তারিখে।

[৩.১] সম্প্রতি উপজেলার শালমারা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

[৪] খুলনা থেকে জাফর ইকবাল জানান, খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৩৫ সেকেন্ডের এই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি আমার কোনো নেতাকর্মীর গায়ে হাত দিস, আমাকে চিনিস না। আজ যেহেতু নির্বাচন করতে এসেছি, নির্বাচন করছি, জনগণ যাকে চায় সেই তো নির্বাচিত হবে। আরে দুটো গুলি ফুটলি তো তুই পলান দিয়ে চলে যাবি।

[৪.১] এ বিষয়ে জানতে চাইলে শেখ আকরাম হোসেন বলেন, আমার বক্তব্য এডিট করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব